আরে আরে দিইখে যা
দিইখে যারে তুরা
বান্দর খেলা দিইখে যা ৷
নাইচবে ঝুমরু নাইচবে মংগলু
সুন্দর সুন্দর নাচ দিইখাবে
দিইখে যারে তুরা
ভাই— বন্ধু বহিন থোরা থোরা ৷
মাদারি খেল দেখো
মংগলুকা খেল দেখো
মেরে ছোটে ছোটে বাচ্চেলোগোঁ
ঝুমরু কী নাচ দেখো
এইভাবে গ্রামে গঞ্জে ঘুড়ে বেড়ায় কপিলা
সঙ্গে করে মংগলু আর ঝুমরু
গায়ে ওদের লাল নীল জামা
পায়ে বাজে ঘুংরু ৷
সেদিন ওরা পৌঁছে গেছে রথের মেলা
কপিলা বসেছে সবে গুছিয়ে
এবার দেখাবে সে বাঁদর খেলা
কিন্তু মংগলু তো নাচবে না
উঠলো দাঁত খিঁচিয়ে
আগের দিন মংগলু পেয়েছে পায়ে ব্যথা
তাই শুনছে না কপিলার কথা
কপিলা রেগে সজোড়ে মংগলুকে মারে চড়
মংগলু ভয়ে কাঁপে থরথর ৷
এবার সে শরীরে দেয় নাড়াচাড়া
ব্যথা পায়ে আগাগোড়া
রাতে মংগলুর এসেছে ভীষণ জ্বর
ওর গায়ে দেওয়া হয়েছে মোটা কাপড়
সকালে দেখতে এলো কপিলা ওকে
কিন্তু মংগলু আর নেই
— ইহলোকে ৷
— কবিতাটি প্রকাশিত
মানসাই, সারস্বত স্বরণিকায় ৷
সময় ঃ ২৫শে জানুয়ারী,২০১৫
স্থান ঃ মাথাভাঙ্গা, কোচবিহার ৷