চল ভাইরা চল
নাও ভাসাইয়া চল
যাইতে হবে মাঝ দরিয়ায়
লইতে হবে বল
চল ভাইরা চল
নাও ভাসাইয়া চল ৷
মাঝ দরিয়ায় যাইতে গেলে
পরবে অনেক ঢেউ
মন ভরসা রাখতে হবে
ভয় পাইওনা কেউ
চল ভাইরা চল
নাও ভাসাইয়া চল
মাঝ দরিয়ায় যাইবো আজ
ধইরবো মোরা অনেক মাছ
বস্তা ভরে আনবো ঘরে
বেচতে লাগবে ভালো দরে
চল ভাইরা চল
নাও ভাসাইয়া চল র
ফিরবার সময় উইঠতে পারে তুফান
নাও ডুবিলে যাইতে পারে
মোদের জান
চল ভাইরা চল
নাও ভাসাইয়া চল ৷