একটি ধানের শিষে
আছে মায়ের মায়া মমতা মিশে
ওগো, গোলক বর্ন ধান্য
এই ধরাধামে,
তুমি "ধন্য ধন্য"
কল্যানময়ী, ওগো কল্যানকামিনী
জোটাও অন্ন মানুষের জন্য
তোমার ঐ স্বর্ণালী শিষে ৷
মাতৃদুগ্ধ ফেলে রেখে
তুমিই দিলে শিশুর মুখে
এক চামচ পরমান্ন
ফোটাও অনেক ধান্য তোমার স্বর্ণালী শিষে
যেন পেট ভরে খেতে পায় মানুষ
দুবেলা দিন রাত জাত পাত নির্বিশেষে ৷