সুমি,
কেন  ভালোবাসলে  আমাকে  
তুমি  ?  
কেন  ভালোবাসলে  
আমার  মতো  ছেলেকে      
কখনও  কি  ভেবে  দেখেছো  ?  
কি  পাবে  তুমি  ?  
পাবে  কি  একটুও  সুখ  
বোধ  হয়  পাবে  না  —  
কারণ,  
আমার  কাঁধে  সব  সময়  থাকে  
একটা  মস্তো  বন্দুক  ৷  
কোমরেতে  থাকে  
ম্যাগজিন  ভর্তি  গুলি  
আমায়  নিয়ে  স্বপ্ন  দেখেছো  
আমায়  নিয়ে  বেঁধেছো  বুক  ৷  
আমি  দেশের  সৈনিক  
যখন  যুদ্ধের  ডাক  আসবে  
তোমাকে  ফেলে রেখে যেতে  হবে  
তোমার  থেকেও  তখন  
আমার  দেশ  ভীষণ  আপন  
তখন  তোমাকে  ভুলে  থাকতে  হবে  
মানবো  না  তখন
তোমার  কোনো  শাসন  ৷