এ পৃথিবী জুড়ে উড়ছে
শত সহস্র ঝান্ডা
আমিও ঝান্ডাকে করি সালাম্
কিন্তু সবার আগে ভাই
রাখ্ না এ পৃথিবীকে ঠান্ডা ৷
মতের অমিল তো থাকতেই পারে
সবল, দুর্বল কোলাহল তো থাকতেই পারে ৷
চলতেই পারে অজস্র বাত্ বিতন্ডা
মজলিশ তো বসতেই পারে
জুড়ে নিয়ে গোটা বারান্দা
অনর্গল বকতেই পারে
তোমার আমার দলের পান্ডা ৷
কেন রাখতে পারে না তবে
ওরা নিজেদের মাথা ঠান্ডা ?
কথা বার্তায় ওদের কি ঝাঁজ
একটুতেই হারিয়ে ফেলে মেজাজ ৷
কাজ কর্মের যতনা বাহাদুরি
তার চেয়ে বেশী ঘোরায় ছড়ি
সুযোগ পেলে মানুষকেই
কষায় ডান্ডা ৷