কবিতা আমাকে ভীষণ টানে
টেনে নিয়ে যায়
বলে, "নে, কলম ধর,
লিখে ফ্যাল কয়েক পঙ্ তি
আমি তোকে যোটাবো লেখার শক্তি " ৷
লিখতে বসে আসে সমস্যা নানান
ভুলতে বসি অনেক কিছুর বানান
তখন দেখা দেয় মনের ভেতর দ্বন্দব
মেলাতে পারিনা কবিতারই ছন্দ ৷
রাগ হয়ে যাই
কবিতার উপর
টেনে মারবো নাকি ?
পেনের মুখে এক থাপ্পর ৷
একটু পরে পেলাম খুঁজে
বানানগুলো সব এলো
মুখটি বুঁজে
কলম ধরে দিলাম আঁচর টান
কবিতা পেল আসল প্রান ৷