ওগো প্রেম
তুমি যুগে যুগে রহিবে
রহিবে গো মানুষের হৃদয়ে ৷
এই বিশ্ব সংসারে
তুমি হয়ো নাগো নিশ্বঃ
তোমার আপন টানে
মানব প্রানে
ধরা দেবে অনাগত ভবিষ্য ৷
ওগো প্রেম
তুমি যুগে যুগে রহিবে
রহিবে গো মানুষের হৃদয়ে
যদি টিকে থাকে রবিশশী
যদি বহে বাতাস
প্রেম তুমি রহিবে গো রহিবে
এই মোদের বিশ্বাস ৷
ওগো প্রেম
তুমি অকৃপণ
তব মহিমা অনন্ত
যদি ফাগুন বিদায়ে
চলে যায় বসন্ত
তুমি রহিবে গো
রহিবে মানুষের হৃদয়ে
ওগো প্রেম
তুমি যুগে যুগে রহিবে
রহিবে গো মানুষের হৃদয়ে ৷