আমার ব্যর্থ প্রেমের চিঠিগুলো
আজ আমায় করে পরিহাস
একদিন তো দিয়েছিল
এরাই আমায় প্রেমের আশ্বাস ৷
যত্ন করে তুলে রাখা
আমার প্রিয়তমার হাতের লেখা
সে ছিল ইতিহাসে স্নাতকের ছাত্রী
বাবা মায়ের সন্তান সে , একা ৷
তখন সে স্কটিশচার্চে পড়ে
আমাদের এটাই শেষ দেখা
গড়িয়াহাটের মোড়ে ৷
ওর কত কথা মনে পড়ে আজ
মনে হয় আজ আমি নির্বাসিত শাজাহান
আর স্মৃতির কবরে পড়ে
আমার প্রিয়তমা মুমতাজ ৷
আমার প্রথম পাওয়া চিঠিটায়
লিখেছিল সৌমিতা
ওর গানের খাতায়
ছিঁড়েছিল শেষের পাতা ৷
পাতার উপরে লেখা
"ওগো প্রিয়তম" , কেমন আছো ?
তোমার সাথে হয় না কতদিন দেখা
বলো তো, তুমি ভালো আছো ?
আজ মনে পড়ে , সে সব কথা
আর লাগে এ মনে বড় ব্যথা
বিয়ে হয়ে চলে গেছে প্রিয়তমা
এখান থেকে বহুদূর
কোলকাতা ছেড়ে মধুপুর ৷
কবিতাটি প্রকাশিত "কবিতায় প্রেম ও বাংলার কবি "
শীর্ষক কবিতা সংকলনে ৷ প্রকাশনা —সহযাত্রী
প্রথম প্রকাশ ঃ ডিসেম্বর ২০১৪
স্থানঃ বোলপুর বীরভূম