আমায় স্বপ্ন দেখায়
ঐ মেয়েটা
রাতের পর রাত
ঘুম কেড়ে নেয়
ঐ মেয়েটা
আমার সব কিছুকে ভুলিয়ে রেখেছে
আজ ঐ মেয়েটা
কি! সাবলীল চাহনি তার
ওর মধ্যে পেয়েছি
কি যেন এক মায়াবিনী মদিরতা ৷
হ্যাঁ, আমি বলছি
সুহাষিনীর কথা
ও যখন আমার সাথে
চোখে চোখ রেখে কথা বলে
আমি তখন কি যেন এক
প্রেমানন্দে যাই গলে ৷
কিসের আশায় যেন
আমায় সে ভালোবাসায়
এক দিন ওর সাথে ঘর বাঁধবো
এই আশায়
সেদিন আমি ওকে বলেই ফেলি
"সুহাষিনী আমি তোমাকে ভালোবাসি "
সেদিনই আমি দেখতে পেলাম
ও ঠোঁটের কোণে "মুচকি হাসি "