সভ্যতা ক্রমশঃ হতে চলেছে ভোঁতা
নেই আজ মানুষের কাছে
সভ্যতায় মনোমগ্নতা ৷
কেন জানি না
মানুষ আজ আবার ফিরে পেতে চায়
আদিম বাসনা, অসভ্যতা
চায় সে আরও বেশী করে "নগ্নতা " ৷
কুকুর , বিড়াল ও অন্যান্য ছিদ্রান্ন্বেষী পশুদের
প্রকাশ্য যৌনতা
কাছে টানছে মানুষকেও ৷
তা সব দেখেও মানুষ পাচ্ছে
ভীষণ মুগ্ধতা ৷
সভ্যতার আঢ়ালে চলছে
মানুষেরই ভীষণ বারংবার অসভ্যতা ৷
বাড়ছে ক্রমশঃ হিংসা , জিঘাংসা ও শত্রুতা ৷
ভুলতে চায় তারা আজ সামাজিক আদর্শ,
ভুলতে চায় তারা আজ
মানবিক জীবন দর্শন
তাই আজ বাড়ছে সর্বোত্র অশ্লীলতা
বাড়ছে ভীষণ ভাবে নারী ধর্ষণ ৷
হচ্ছে আজ হিংসার বলি
মরছে মানুষ লাখে লাখে
দিচ্ছে কেউ কেউ প্রান বির্সজন ৷
মানছে না মানুষ আইনের অনুশাসন
যুদ্ধ লড়াই তো বাড়ছেই
বাড়ছে আজ আসাসিনেশন ৷