দাও ফিরায়ে আমাদের অরণ্য
আমরা তো জন্তু জানোয়ার পশু পাখি
বাস্তবিকই বন্য ৷
অরন্যেই আমরা বাসা বাঁধি
অরন্যেই আমরা খাই দাই শিকারে যাই
অরন্যেই আমরা ঠিক থাকি ৷
তোমরা তো সভ্যতা পেয়েছো
গ্রাম শহর তোমাদের জন্য
আমরা নগন্য, একেবারে বন্য
দাও ফিরায়ে আমাদের অরন্য ৷
আমরা তো অসভ্য
থাকি তাই উলঙ্গ
জঙ্গলে দঙ্গলে থাকি আমরা মঙ্গলে
আমাদের বিচরণ ভূমি
রেখেছো কেন তোমাদের দখলে ?
এখানেই আমাদের দিনরাত
এখানেই আমাদের সকাল সন্ধ্যা প্রাত ৷
বন জঙ্গল লতা পাতা
সকলই আমাদের জন্য
দাও ফিরায়ে আমাদের অরন্য ৷
করো না আমাদের জঙ্গল কেটে ছাঁট
আর কেটোনা আমাদের বনের কাঠ
দাও ফিরায়ে আমাদের অরন্য ৷