এই দুনিয়ায় কোনোটাই
আমার নয়
থাকবে শুধু কতিপয় মায়া
চলে যাওয়ার পর থাকবে না
আমার এত টুকু ছায়া ৷
থাকবে গো থাকবে
তুমি ভেবো না ভায়া
থাকবে তোমার মহতী কর্ম
একাগ্র সাধনায় যেটা তোমার পাওয়া ৷
তোমার মহতী কর্ম রেখে যাবে
তোমার স্মৃতি
মানতে চাইবে না
তোমার চলে যাওয়া ৷
কিন্তু যদি তুমি ফেলে রেখে যাও
তোমার যতসব অপকর্ম
মৃত্যুর পরও সকলে তোমায়
করবে ধাওয়া ৷
তার চাইতে তুমি
কর না অনেক সৎ কর্ম
মৃত্যুর আগেই পেয়ে যাও
প্রচুর বাহবা ৷