এই পৃথিবীটা
নয় কারো একার
এ পৃথিবীতে আছে
সবার অধিকার ৷
অধিকার আছে
বোবা কালা বোকার
অধিকার আছে
বামন ল্যাংড়া হিঁজরে খোঁড়ার ৷
ঐ যে দেখছো আকাশে
ডানা মেলে উড়ে যায়
অধিকার আছে বলাকার ৷
যদি ভেবে থাকো তুমি
এ তোমার একার ধরাভূমি
তাহলে ভীষণ মূর্খ্য তুমি ৷
পৃথিবীতে থাকবে গাছ
পৃথিবীর জলে ভাসবে মাছ
সাপ থাকবে মাটির নীচে
চলাফেরা করবে কাঁকড়া বিছে ৷
ঐ যে বন কেটে ফেলছো
কে দিয়েছে তোমাকে অধিকার ?
ঐ বনে থাকবে বাঘ সিংহ ভালুক
থাকবে হরিণ হাতি বানর উল্লুক
অধিকার আছে গোরু ছাগল ভেঁড়ার
অধিকার আছে গাধা মহিষ ঘোড়ার
অধিকার আছে পাখির
এ পৃথিবীতে বানাবে সে নীড় ৷