আমার যৌবনের সখের গীটার
সঙ্গী ছিল আমার গান আর কথার
বেকার ছেলে রোজগারের জন্য
গেয়েছিলাম কত গান
পেয়েছিলাম মানুষের ভালোবাসা
আর দুটি পয়সার দান ৷
ভারতীয় রেলের প্রতিটি কামরায়
উঠে পরতাম ক্ষুধার তাড়নায়
ব্যান্ডেল থেকে বর্ধমান ষ্টেশন
শুরু করতাম আমার গান পরিবেশন ৷
গাইতাম আধুনিক আর পুরানো গান
আর গাইতাম শ্রোতারা যেগুলো চান
বলতাম মা বোন দাদারা দুটি পয়সা দিন
এই বেকার ভাইটাকে কাছে টেনে নিন ৷
একদিন জনতার ভীড়ে
আমার গীটারের তারটি গেল ছিঁড়ে
বেদনায় ভরে গেল মন
বাড়ি গিয়ে কাঁদলাম কতক্ষণ ৷
আমার যৌবনের বন্ধু গীটারে
সুযোগ দিয়েছে আজ আমায়
গান গাইতে বেতারে
আমি আজ প্রতিষ্ঠিত গায়ক
আমার গানে ঠোঁট মেলায় সিনেমার নায়ক ৷