আমি দৈনিক খবরের কাগজ
যাই হকারের সাইকেল চেপে
ঠিক সময়ে আমি না গেলে
যাবেন সমাজের বাবুরা সব ক্ষেপে ৷
সেদিন আমার কাগজে ছিল
বিশেষ বিশেষ খবর
তাই বাবুদেরও পড়েছিল
আমার উপর বিশেষ নজর ৷
কিন্তু কি করি হায় !
তাড়াতাড়ি কিভাবে পৌঁছাই ?
হয়ে গেল সাইকেল পাঞ্চার
কি জানি কি হবে হকার বেচারার ৷
হয়ে গেল যেতে বেশ দেরি
এক বাবু মশাইয়ের ভাষা
পেলাম খুব বিশ্রী
বলে দিলেন , "লাগবে না,
লাগবে না তোমার কাগজ,
আসতে দেরি হয় তোমার রোজ রোজ " ৷
চলে এল হকার দাদার
চোখে জল
জানি না এ কেমন
ভদ্র বাবু মশাইয়ের দল ?