জন্মেছিলাম শিশু হয়ে মাতৃকোলে
ভাবতে কষ্ট লাগে চলে যাবো বলে
শৈশব থেকে চলে এলো বার্ধক্য
লেখা হয়ে গেল একটা জীব আলেক্ষ্য৷
এ জীবন আলেক্ষ্যে স্থান পেয়েছে পিতা—মাতা
ভাই বোন , বন্ধু বান্ধব, আবাল বৃদ্ধ বনিতা ৷
আমায় অনেক যত্ন করেছে স্ত্রী রুমেলা
ভালোই জীবন কাটিয়েছি ওর সাথে
দিন রাত দুবেলা
ঐ ছোট্ট শিশু দুটো বাড়িয়েছে বড়ই মায়া
আমার স্নেহ ফেলেছে ওদের উপর ছায়া
বুড়ি আম্মা আর আমার ঠাকুরদাদা
যাবার সময় করে গেছে টাটা ৷
গিয়েছি বহু লোকের কাছে
থেকেছি আনন্দ আর উল্লাসে
ভুলে গিয়েছিলাম, আমি তো যাবো চলে
আমাকে পড়তে হবে মৃত্যুর কবলে ৷
আমার এ জীবনের শেষে
চলে যাবো চিরঘুমের দেশে
পড়ে থাকবে শুধু "এ নিথর দেহ "
হয়তো দুফোঁটা চোখের জল ফেলবে কেহ ৷
আত্মীয় পরিজন করেছিল নিবিড় স্নেহ
পেয়েছিলাম বহুলোকের ভালোবাসা আর আতিথেও
কিন্তু পৃথিবীতে এতটুকু ছায়া
সবকিছু ভুলিয়ে দেবে এ জগতের মায়া ৷
যেদিন আমায় নিয়ে যাবে যমটা
সবাই ভুলতে থাকবে আমার নামটা
একদিন জনসমুদ্রে থাকবে না " এ অধম "
বিশ্বাস করো আর না করো
আমি খেতে পারি কসম ৷