বাবু গো,
রোজ রাতে
আমি ঢুকি তোমার কুটিরে
দেখি তো রেখেছো নাকি
এক খানা রুটিরে ৷
যখন তুমি ঘুমাও
চোখ বুজিতে বুজিতে
তখন আমি ঘোরাঘুরি করি
খাবার খুঁজিতে খুঁজিতে ৷
আজ দেখি কোথাও রাখো নাই
একটাও রুটি
দেখি খালি পড়ে আছে
রান্না ঘরে ঘটি বাটি ৷
তুমি যখন গভীর ঘুমে
একেবারে চিৎপাত
তখন আমার বাড়ে
তোমার কুটিরে ভীষণ উৎপাত
আমি ভাঁড়ার ঘরে ঢুকি
রাত নিঝুমে
লেজ উঁচিয়ে খুঁজে মরি
দেখি কোথায় রেখেছো তুমি
ছোলা, বাদাম আর মুড়ি
ফিরে আসি যখন
ঢং ঢং করে বাজে ঘড়ি ৷