আমার চলার পথে
তাকিয়ে দেখি ডাইনে
দেখি, ছেলে মেয়েগুলো
দঁড়িয়ে আছে কি বিরাট লাইনে ৷
আজ এই রবিবারের দুপুরে
কাট ফাঁটা রোদ্দুরে
কারো মাথায় কালো ছাতা
কারো ঘামে ভেজা শুধু মাথা ৷
জানলাম্ ঐ স্কুলে
নেওয়া হবে করণিকের ইন্টারভিউ
দেখছি, আমাদের পাড়া থেকেও
এসেছে বেশ কেউ
ওদের মধ্যে চেনা গেল
রয়েছে কৌশিক, সজ্ঞয় আর পিউ ৷
সেই সকালে বেড়োনো
ফ্যাঁকাশে মুখগুলো
আশায় বুক বেঁধেছে
চাকরি পাবে বলে ওরা কেউ কেউ ৷
শিক্ষার গণ্ডি পেড়িয়ে
বেকারত্যের নামটি ঘুঁচিয়ে
বলছে ওরা সবাই,
"মাষ্টার মশাই ,
আমাদের একটা চাকরি চাই "