আজ সৌমাল্যর বৌভাত
পুজারও ফুলশয্যার রাত
নৈশ ভোজের সব কিছু আমি জানি
বলছি তার কাহিনী ৷
চিত্রলেখা শহরের ক্যাটারার নামী
খাবার টেবিলে আমি আজ ভীষণ দামী
আজ আছে বিরিয়ানী
সঙ্গে মাংস পাঠার ৷
পাবেন ফিস ফ্রাই
চিন্তা নেই করবে আপনাকে
ভালো রকম যাচাই
দেবে আপনাকে শশা গাজরের স্যালার্ড
বলছি সব আমি যে মেনুকার্ড ৷
চিন্তা নেই আরো কিছু আছে ভাই
তোমরা কানে কানে করছো ফিস্ ফিস্
আরে বাবা, আছে তো ভাপা ইলিশ
ফ্রায়েড রাইস তো আছেই
পাত যে ঢেকে যাবে পাবদা মাছেই ৷
বৃথা যাবে এত কিছু খাটনি
যদি না পাতে পরে আমসত্বের চাট্ নি
ভেবো না এখানেই শেষ
আছে রসগোল্লা আর
নলেন গুড়ের সন্দেশ ৷
পানের আগেই আসবে
ঠান্ডা আইস্ ক্রীম
রান্না কেমন হলো ?
আপনারাই বলে দিন ৷