ও পিপীলিকা ভাই,
পিপীলিকা ভাই
কোথায় চলেছো ?
তোমরা সবাই ৷
দলে দলে তোমরা সকলে
একে অপরের পেছনে পেছনে
দেখছি তো জানো, তাহলে
সামাজিকতার আসল মানে ৷
বলো তবে কি আছে ?
এ সবের মূলমন্ত্র
কি করে টিকে আছে
তোমাদের মধ্যে "সমাজতন্ত্র" ?
আর বলো তো ভাই
'একটা কথা'
কে আছেন তোমাদের "আদর্শ নেতা" ?
তোমরাও কি পড়েছো ?
মার্কক্সের দাস ক্যাপিটাল
যদি না পড়, তাহলে বলো কোনটি ?
তোমাদের নৈতিকতায় আইডিয়াল
সারা বিশ্ব থেকে যখন
সমাজতন্ত্র ক্রমশঃ হচ্ছে শেষ
তোমরা কিভাবে টিকিয়ে রেখেছো, সমাজতন্ত্র ?
সাবাস তোমরা, বেশ বেশ বেশ
সার্থক তোমাদের সাম্যবাদ
ও পিপীলিকা "শ্রমিক ভাই"
"জিন্দাবাদ" তোমাদের সালাম জানাই ৷