কু—ঝিগ ঝিগ এই জীবনটা
এগিয়ে চলেছে ঘন্টার পর ঘন্টা
থামবে সে লাস্ট ষ্টেশনে ৷
কত বাধা বিপত্তি পেরিয়ে
কত মায়া মমতা এড়িয়ে
এগিয়ে চলেছে আমাদের জীবনগাড়ি ৷
নিঃশ্বাস প্রশ্বাস যেন ইঞ্জিনের কালো ধোঁয়া
এ ইঞ্জিনের খোরাক যেন ডাল ভাত
যোটাতে লাগে পুরো দিন রাত ৷
খোরাক না পেলেই গাড়ি বিকল কিংবা
জীবনগাড়ি লাইনচ্যূত
এগোবে না আর জীবনগাড়ি
খোরাক যোটাও তৃষ্ণা মেটাও
ডাক্তার ডাকো দ্রুত ৷
জীবনগাড়ি চলছে লাল রক্তের তেজে
গ্রীন সিগন্যাল পেলে পরেই
জীবনগাড়ি পৌঁছে যাবে লাস্ট ষ্টেশনে
"মৃত্যুঘন্টা " বেজে ৷