ও জোনাকি ও জোনাকি
লোকে বলে, তোরা সবাই নাকি
সাঁঝ আঁধারে জ্বালিস আলো
বল্ না ভাই,কে তোদের
এমন আলোর বাহার দিল ?
ও জোনাকি ,
তোরা জ্বালাস আলো মিটি মিটি
পাখিরাও বাসায় ফেরে গুটি গুটি
পেঁচাও ডাকে কিঁচির মিচির
সাঁঝের বেলায় গাছের পাতায় পাতায়
মৃদু লাগে শিশির ৷
তোদের রকম সকম দেখে
হিংসে করে ঐ রাতের চাঁদ
তাকায় ও যে ভীষণ রেগে
পারলে তোদের করে দেবে বরবাদ ৷