প্রজাপতি প্রজাপতি বলনা আমায়
কেদিয়েছে তোদের এত রঙ ?
লাল নীল সাদা পাখায়
উড়ে বেড়াস যখন তখন ৷
ফুলের মধু খেতে খেতে
এ গাছে ও গাছে
নেচে বেড়াস তোদের ইচ্ছে মতোন ৷
প্রজাপতি প্রজাপতি বলনা আমায়
কোথায় পেলি ভাই
এমন রঙিন রঙিন সাজ ?
আমি মুগ্ধ চোখে দেখি তোদের
কেবলি বারোমাস ৷