আমরা আধুনিক হতে গিয়ে
এনেছি অনেক কিছু
এনেছি প্রচন্ড গতিময় বিমান
বানিয়েছি সাবমেরিন
বানিয়েছি শত্রু ধ্বংসের কামান ৷
কিন্ত হিংসাও এসেছে "পিছু" "পিছু"
আমাদের অহংবোধে
আমরা কখনও হবো না
কারো কাছে "নীচু" ৷
এই প্রতিদ্বন্দিতার সাথে সাথে
বিশ্বকে করে তুলেছি
এক অগ্নিময় যুদ্ধক্ষেত্র
তবুও আমরা আরও আধুনিকতার লক্ষ্যে
হিংসার বীজ পুঁতে দিচ্ছি
সবার অলক্ষ্যে ৷
আমরা তো আজ নিরুপায়,
বুঁজে রেখেছি আমাদের দুটি নেত্র
পরদেশ আক্রমণ এখন মারাত্মক ব্যধি
সেই আধুনিকতায় প্রাপ্ত সমরাস্ত্র
পরদেশ আক্রমণে লিপ্ত আজোবধি ৷