মহাজাতির মহামিলনে
আমরা তো বিশব প্রেমিক
কেউ বসনে গৈরিক
কেউ রক্ষনে সৈনিক ৷
সাত সাগর মাঝারে আছে
ছোটট একটু মাটি
কি পবিত্র ! কতটা খাঁটি !
মহাজাতির মহামিলনে
আমরা তো বিশব প্রেমিক
এই মাটিতেই জনমেছেন
শ্রীকৃষঞ জনমেছেন বুদধ
জনমেছেন হজরত জনমেছেন যীশুখ্রিষট
এই মাটিতেই জনমেছেন গানধী
জনমেছেন মার্র্টিন লুথার কিং
এই মাটিতেই জনমেছেন কার্লমাকস লেনিন
জনমেছেন হিটলার তেনজিং ৷
মহাজাতির মহামিলনে
আমরা তো বিশব প্রেমিক
বাঁধ সাধে না আমাদের ভাষা
বাঁধ সাধে না আমাদের কর্ম
আমরা তো পালন করি
বিশব—মানব ধর্ম ৷
মহাজাতির মহামিলনে
আমরা তো বিশব প্রেমিক
আমাদের মাঝে এসেছেন আলেকজানডার , নেপোলিয়ন
আমাদের মাঝে এসেছেন থেচার , লিংকন
পেয়েছি ফুটবলের পেলে ক্রিকেটের ডন ৷
মহাজাতির মহামিলনে
আমরা তো বিশব প্রেমিক
আমাদের মাঝে এসেছেন গেলিলিও , রুশো
এঁকেছেন ছবি লিওনার্দো — পিকাসো ৷
মহাজাতির মহামিলনে
আমরা তো বিশব প্রেমিক
রক্ষা করবো এ বিশব ভূমি
ছুঁড়ে ফেলে দেবো সব আগনেয়াসত্রো
পুঁতবো এ বিশেব শানতির বীজ মনত্রো ৷