ছদ্মনামে ঃ কবি শতদল
আকাশের তারারা
আর জগতের কবিতারা
যদি হয় সমান সমান
তাহলে কিভাবে বুঝবো
এর প্রমান ?
হয়তো জগতের কবিতারাই
হারিয়ে দেবে তারাদের
তাই আরও আরও লিখে যান
আপনার কবিতা ৷
হোক না ভুল বানান
শুধরে নেবেন পরে
কবিতা লিখে যান
আপনার কলম ধরে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
৬ই নভেম্বর, ২০১৭