ছদ্মনামেঃ কবি শতদল
ফুল বলে
আমি পাপড়ি মেলি
পাখি বলে
আমি ডানা মেলি
ভ্রমর বলে
আমি অলি ৷
প্রজাপতি বলে
আমি নেই
তোদের দলে
ঝগড়ার মধ্যে নাই
আমি চলি
মৌমাছি বলে
আয় না রে ভাই
আমরা একসাথে চলি ৷
ফুল বলে
দ্যাখ্ ভাই
আমরা প্রকৃতিতে
নানা রং ঢালি
উজার করে দিই
আমাদের সৌরভ সবটাই ৷
প্রজাপতি বলে
আমরাও তো প্রকৃতিতে
নানা রং ঢালি
সকলে দেখে
আমাদের রূপটাই ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
৩১শে জুলাই , ২০১৭