ছদ্মনামে ঃ কবি শতদল
"বলি,
ও খুকির বাপ্
তোমায় দেখছি
মেলা চুপচাপ
তা মেইয়ে হলো
না ছেলে ? "
নাগো মাসি মেয়ে ৷
" আবারও মেয়ে ! "
এখন তুমি তাহলে
দু মেয়ের বাপ্ "
হ্যাঁ মাসি তাই ৷
" তোমার কেমনতর বউ,
তুমি যা বলো ভাই
তোমার বউ অপয়া,
তবে আছো কেন
তুমি চুপ্ চাপ ?
মারো ওর মুখে ঝ্যাঁটা
ভাবলুম হবে কোথায়
তোমার একখান ব্যাটা ৷
বলি,
ও দুমেয়ের বাপ্
তোমার হবে নাকো
আর কোনোদিন
একটাও ব্যাটা
তোমার পোড়ামুখীকে
ভগবান দেছেন অভিশাপ ৷ "