ছদ্মনামে  ঃ  কবি  শতদল

পলাশ  বলে
শোন  শোন
শোন  রে  বোন
কৃষ্ণচূড়া
তোর  লাল
আবির  ভরা
ঐ  ফুলেতে
আসে  চিরকাল
অলি  দুলতে  দুলতে  ৷
বলিস্ নারে  তুই
এবার  অলি  এলে
আমার  সাথে
কথা  বলতে ৷
আমিও  দেবো  ওকে
আমার  এই  লাল  ফুলেরই
মধু  গিলতে  ৷


ব্যারাকপুর,  কোলকাতা ,  পঃবঃ, ভারত
         ১০ই  নভেম্বর, ২০১৭