ও পদ্মার মাঝি গো
তুমি ক্যামনে যাও
আমারে ফালাইয়া
আমি তুমার সাথে
যামু বলে
পাড়ে আছি খাঁড়াইয়া
ও পদ্মার মাঝি গো
তুমি ক্যামনে যাও
আমারে ফালাইয়া ৷
ওই পদ্মার ডাগর ডাগর
ঢেউ যে
আমি ভয়ে মরি
ওরে মাঝি ভাইয়া
আমারে নিয়া যাও
তুমার সাথে লইয়া
ও পদ্মার মাঝি গো
তুমি ক্যামনে যাও
আমারে ফালাইয়া ৷
আমি যে খাঁড়াইয়া আছি
মাঝি তুমার আশায়
তুমি না নিলে ভাই
ক্যামনে ফিরুম বাসায়
আমি পাড়ে আছি
তুমি লইয়া যাও
লইয়া যাও
ও পদ্মার মাঝি গো
তুমি ক্যামনে যাও
আমারে ফালাইয়া ৷