ছদ্মনামেঃ  কবি  শতদল

একটাই  মন
থাকে ভালো  মন্দ  মিশিয়ে
কখন ও  হাসে
কখনও  ওঠে  খিঁচিয়ে  ৷


ব্যারাকপুর ,  কোলকাতা  ,  পঃবঃ ,  ভারত
      ২০শে  অক্টোবর, ২০১৭