ছদ্মনামে ঃ কবি শতদল
একটা সুন্দর সকাল
উপহার দিতে পারে
অনেক কিছু——
জানাতে পারে
পরিশ্রান্ত তারাদের সাথে
ক্লান্ত শশীকে বিদায়
রক্তিম আকাশে
নতুন ভোরের সুর্যোদয় ৷
একটা সুন্দর সকাল
উপহার দিতে পারে
অনেক কিছু——
কোকিলের কুহু ডাক
কা—কা রবে কাকের ডাক
অন্য পাখিরা কিঁচির মিচির আওয়াজে
উড়ে যায় ঝাঁক ঝাঁক ৷
একটা সুন্দর সকাল
উপহার দিতে পারে
অনেক কিছু——
বাগিচায় কুঁড়ি থেকে
জন্ম দেবে রকমারি ফুল
তটিনী বয়ে যাবে স্ববেগে কুলু কুলু ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ ভারত
২৮শে আগষ্ট , ২০১৭