ওলো  সই
ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ওলো   সই
তোরে  কই
বলতে  পারিস্  ?
সুজন  আমার
গেল  কই  ?
সেই  সাঁঝের  বেলায়
গেছে  তাসের  খেলায়
বলে   গেছে
তুই  বাসায়  থাকিস
আমি  এখনি
আসতে  রই  ৷
বল্  নারে  সই
আমার  সুজন
গেল  কই  ?
এই  রাতের  বেলায়
তারে  কেমনে
খুঁজি  সই  ?


ব্যারাকপুর. কোলকাতা.  পঃবঃ.  ভারত
    ১০ ই  জুন,২০১৮