ছদ্মনামে ঃ কবি শতদল
ও পাখি
তুই একটু
চুপ্ থাক
আর দিস্ না রে
তোর অমন
কর্কশ ডাক
পাখি তুই
একটু চুপ থাক ৷
এমন দিন দুপুরে
মানুষ গরমেতে
করে ছট্ ফট্
তুই যে দেখি
ডাক ছারিস্
আরও জোরে
চট্ পট্ ৷
কার ভালো লাগে রে ?
এমন ডাক
আমার যে
কানে লাগে রে তাক্
ও পাখি
তুই একটু
চুপ্ থাক ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
৯ই আগষ্ট , ২০১৭