ছদ্মনামে ঃ কবি শতদল
আমরা স্বাধীন
আমরা স্বাধীন
এই কথাটা বলছি সবাই
নির্দিধায় খুব সহজেই
বাধাহীন ৷
আনন্দ করি
ফূর্তি করি
বাজনা বাজাই
তা ধিন্ ধিন্ ৷
কিন্তু যারা দেশকে
করলো স্বাধীন
তাঁদের কথা ভাবি আমরা
কজন কদিন ?
তাঁদের রক্ত দিয়ে
দেশের স্বাধীনতা
এলো যেদিন
সেদিন থেকেই আমরা
এই দেশপ্রেমীদের
ভুলতে লাগলাম দিন দিন ৷
এখন তো রাজনীতির
পাল্টা রাজনীতির চরম স্রোতে
দেশনায়করা হারিয়ে যাচ্ছে প্রতিদিন ৷
মনে রাখবেন সেই সব দেশনায়ক
যাঁরা আমরণ লড়াই করেছেন
তাঁদের বাদ দিয়ে
স্বাধীনতার অর্থ মূল্যহীন ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৫ই আগষ্ট, ২০১৭