ছদ্মনামে  ঃ  কবি  শতদল

এই  ঝিকি  মিকির
          বাজারে
কত   যে  ফুল  ফোটে
     হাজারে   হাজারে  ৷
কোন  ফুলটা  গেল
কোন  ফুলটা  এলো
কেউ  রাখে  না
          নজরে   ৷
শুধু  দেখে
কোনটা  ভালো
কি  পেল
কি   এলো
নিজেদের  আখেরে  ৷

ব্যারাকপুর, কোলকাতা  ,  পঃবঃ ,  ভারত
           ২৬শে  আগষ্ট  ,  ২০১৭