ছদ্মনামে ঃ কবি শতদল
নয়নতারা
নয়নতারা
নয়ন মেলে
দ্যাখ্ দেখি
তুই চেয়ে
স্বর্ণলতা বেঁকে বেঁকে
গেছে কেমন
তোর শরীর
দিয়ে বেয়ে ৷
এখন যদি
না দেখিস্ তুই
তোকে ঢেকে
ফেলবে রে
স্বর্ণলতা ছেয়ে ৷
নয়নতারা
নয়নতারা নয়নতারা
নয়নমেলে
ভালো করে
দ্যাখ দেখি তুই চেয়ে ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃ ব ঃ ভারত
২রা আগষ্ট , ২০১৭