ছদ্মনামে ঃ কবি শতদল
ননীর দোকানের পনির
ভারি পছন্দ
আমার পিসিমনীর ৷
প্রায় দিন আনে
আলাদা করে বলে দেন
ননীর কানে কানে ৷
সেদিন ঠিক হলো
জন্মদিন হবে
পিসিমনীর ছেলে রনির ৷
এবার হবে নিরামিষ আইটেম
মেইন মেনুতে
থাকবে পনির
তাই মোবাইল লাও
ননীকে জানান পিসিমনী
ফোনে ফোনে ৷
ঘটা করে জন্মদিন
পালন হচ্ছে রনির
খোঁজ খোঁজ খোঁজ
খোঁজ পেল ভালো রাধুনীর
আজ যে হবে
ভালো করে ভুঁড়িভোজ ৷
থাকছে কেক মিষ্টি
পোলাও চিলি পনির
খাবার সময় সকলের
মুখে মুখে শুনি
পনিরটা ভালো নয়
লাগছে খেতে গন্ধ
থেমে গেল জন্মদিনের ছন্দ
ননীর কপালে আজ আছে শনি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৮ই আগষ্ট, ২০১৭