ছদ্মনামে কবি ঃ শতদল
ধন্য চুরুলিয়া
তুমি ধন্য ধন্য
তুমি মহাবিভ্রোহীর জন্মভুমি
তোমায় প্রণাম জানাই
তারই জন্য ৷
জন্ম দিয়েছো কাজী নজরুলে
কোনো দিন যেন মোরা
তোমায় না যাই ভুলে ৷
অগ্নিবীনায় বাজে আজও
তাঁর গান
শ্রোতা মোরা দুই বঙ্গের সন্তান
হে চুরুলিয়া তুমি লহ প্রণাম
হে বিদ্রোহী কবি নজরুল—প্রণাম প্রণাম ৷
তোমার পদতলে রাখি
লাল গোলাপ আর জবা ফুল
হে মহাবিদ্রোহী কবি নজরুল
চিরস্মরণীয় রইবে তোমার নাম
ধন্য চুরুলিয়া ধন্য তোমার মাটি
তোমায় নিয়ে গর্ব করি
মোরা বাঙালী দিবা—রাতি ৷
জাত ধর্ম নির্বিশেষে তুমি নজরুল
সকলের কবি বাঙালীর কবি
চুরুলিয়া আজও ভোলে নি
তোমাকে কবি বিল্ কুল ৷