নাচছিলো  কুম  কুম
ছদ্মনামে ঃ  কবি  শতদল

নাচছিলো
কুম  কুম
তাল  ছিলো
রুম  ঝুম ৷
বাজ ছিলো
ঢুম  ঢুম
গাইছিলো
তবসুম ৷
শীতছিলো
মরসুম
রাত ছিলো
নিজ্ঝুম
পাচ্ছিলো
ঘুম  ঘুম  ৷

ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ,  ভারত
         ৯ই  জুলাই,   ২০১৮