ছদ্মনামে  ঃ  কবি  শতদল

বড়  আপন  করে
পুষেছিলাম
পাখিটারে
বেঁধে  রেখেছিলাম  তারে
প্রাণের  ভিতরে  ৷
সে  আমার
হৃদয়  খালি  করে
চলে   গেলো
একেবারে  ৷
রোজ  সকাল  বেলায়
সে  ডাকতো  আমাকে
আমি  তখন  থাকতাম্  
ঘুমের   ঘোরে  ৷
যখন  আমার  সাড়া
পেতো  না
তখন  সে  ভাকতো
আরও  জোরে  
আমি  ওকে  ডাক্ তাম
আরও জোর  
ওর  ক্ষিধে    পেতো  
তাই  ভাকতো
অমন  জোরে  জোরে  
ওকে  খাওয়াতাম
আপন  করে  ৷  
আজ    যে  পাখিটা  
চলে  গেল  
জীবন  থেকে  সরে  ৷  


ব্যারাকপুর ,  কোলকাতা ,  পঃ বঃ, ভারত  
             ১০ই  আগষ্ট  ,  ২০১৭