মুসুর করে ফুসুর ফুসুর
ছদ্মনামে ঃ কবি শতদল
মুসুর ডালের
আছে কেবল
ফুসুর ফুসুর ৷
নেই কোনো তাল
ওর সাথে
খিঁচুরি বানাতে
বন্ধুত্ব করে চাল ৷
খিঁচুরির লঙ্কা
করে ভারী শঙ্কা
খিঁচুরিতে হবে না তো ঝাল ৷
তাহলে তো খাওয়ার সময়
বাবু বিবিদের পুড়ে যাবে গাল ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৫ই জুলাই , ২০১৮