ছদ্মনামে ঃ কবি শতদল
পলকের চাওয়া পাওয়ায়
চলছে রে ভাই
এই দুনিয়াটা
তাই খাঁচা থাকতে চায় না
এই মুনিয়াটা ৷
চাই তার বাসা বাসতে
লাগে কিছু খড় কুটো
তার সাথে কুট কাঁচালি
নিয়ে আসে ঠোঁট দুটো ৷
কাঠ ঠোঁকরায় ঠোঁকরায় ঠুকঠাক
দেখে বাসা তার
আছে তো ঠিক ঠাক ?
মৌমাছি উড়ে আসে ঝাঁক ঝাঁক
বানাবে তারা মৌচাক ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ , ভারত
২রা সেপ্টেম্বর , ২০১৭