ছদ্মনামে ঃ কবি শতদল
ও মন
শোন্ কথা শোন্
তাকাস্ না
মেয়েদের দিকে
যখন তখন ৷
যদি তাকাস্
বড়দের দিকে
জানাবি শ্রদ্ধা
ভাব্ বি মায়ের মতোন ৷
যদি তাকাস্
ছোটদের দিকে
দেখাবি স্নেহ মমতা
ভাব্ বি বোনের মতোন ৷
নিজের উপর
রাখবি সমভ্রম
তাকাবি মানুষের মতোন ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ ,ভারত
৩১শে আগষ্ট , ২০১৭