ছদ্মনামে  ঃ  কবি  শতদল  


ঢ্যাম্ ঢ্যাম্     ঢ্যাম্  ঢ্যাম্
তারিনী  খুঁড়ো   নলিনী  দাদু
রেগে  গিয়ে  বলছেন,
"বলি  হচ্ছে  টা  কি  যে  ?"
ওদেরই  নাতি  নাতনিরা  বোঝাচ্ছে,
" ও  সব  বুঝবে  না  তোমরা ,
ওটা  বাজছে  ডি.যে.  ডি. যে.  "
আওয়াজের  যে  শেষ  নেই
যেখানে  সেখানে  মাইকের  দৌরাত্ম
বড়  রাস্তায়,  অলিতে  গলিতে
বাইকের  দৌরাত্ম  ৷
আজ  গৌধুলি  লগ্নে  ফুলটুসির  বিয়ে
কাল  শক্তিমানের  বৌভাত
পরশু  দুপুরে  বুবাই  সোনার  মুখেভাত
কোনোটাতেই  নেই  শব্দের  বাদ  ৷
তার  উপর  দেখছেন  তো
প্রতিবেশী  জনগণ  যখন  রাজি
ফাটুক  ফাটুক  ধূম্ ধারাক্কা
উড়ুক  সাঁই  সাঁই করে
হোক  না  রকমারি  বাজির  কারসাজি  ৷
শান্তি  নেই  গো
শান্তি  নেই দাদা  
জীবনটা  তো  আনন্দ  ফুর্তিতে  বাঁধা  ৷  
ত্র্যাম্বুলেন্সে  বাজছে  কানে  সওয়া  সাইরেন
স্বর্গরথে  ফুলমালা  সাজে
" হরিবোল "  আওয়াজে
পরলোকে  চলেছেন  রমা  ঠাইরেন  ৷
তিনি  কি  মরেও  শান্তি পাবেন  ?
তার  উপর  যখন  তখন
রাস্তাঘাটে  মিছিল
"আমার  জয়  " "তোমার  জয় "  মামার  জয়  বলে
হাসপাতালের  শয্যায়  তখন  মূমুর্ষু  রোগী
মায়ের  কোলের  দুধের  শিশুও  তখন
চমকে  চোখ  খোলে  ৷

ব্যরাকপুর, কোলকাতা,  পঃবঃ ,  ভারত
      ১লা  জুন,  ২০১৭