ছদ্মনামে ঃ কবি শতদল
নিজেরে লুকায়ে
রাখিতে চাহে না কেহ
কিছু শম্বুক শ্রেণীর
মানষ আছে
যাহারা নিজেদের
আঢ়ালে রাখে
এই বিষয়ে
নাই কোনো সন্দেহ ৷
এই পৃথিবীর
আলো বাতাস জল
বনোবিথী ফল
সকলই মানুষের ঊপভোগ্য
নিজেরে তৈয়ারি করো
এগুলির সাথে
মেলামেশার যোগ্য ৷
আপন বিবরে
সাপও থাকিতে পারে না
একা
তাইতো উহাদের
ঘুরিতে ফিরিতে
যায় দেখা ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
৮ই অক্টোবর , ২০১৭