ও মাঝি
মাঝি ভাই,
আমায় নিয়া চল
আমায় নিয়া চলরে মাঝি
আমায় নিয়া চল ৷
আমি তার লইগ্যারে
কাইন্দা মরি
ভাসাই চোখের জল
সুজন আমার কুথায় আছে
বল্ রে মাঝি
আমায় তুই বল
ও ভাইরে মাঝি
তুই আমায় নিয়া চল
আমায় নিয়া চল্ রে মাঝি
আমায় নিয়া চল ৷
তার সাথে রে
করমু দেখা
আর ভালো লাগে না মোর
একা একা
সুজন আমার কুথায় আছে
আমায় তুই বল
ও মাঝিরে
আমায় নিয়া চল
আমায় নিয়া চল্ রে মাঝি
আমায় নিয়া চল ৷
ব্যারাকপুর, ১১ই মে,২০১৭