ছদ্মনামে ঃ কবি শতদল
তুমি ডাকবে নাগো
অমন করে
ঐ মধুমাখা নামটি ধরে ৷
তোমার অমন ডাকে
আমার হৃদয়ে
শিহরণ জাগে ৷
সেদিন ডাকছিলে
তুমি আমায়
"মধুময়" "মধুময়" বলে
আমি দিইনি তোমায়
সেদিন সাড়া
গিয়েছিলাম চলে ৷
শুনেছিলাম পরে
আমি তোমায়
সাড়া দিইনি বলে
তুমি আমার উপরে
মনোক্ষুন্ন হলে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ, ভারত
৩০শে মে, ২০১৭
.