ছদ্মনামে ঃ কবি শতদল
মাছরাঙ্গা মাছরাঙ্গা
মাছ খেয়ে তুই
হয়েছিস্ বেশ চাঙ্গা ৷
পুকুরেতে মাছ পেলে তুই
ধরে নিস্
এক ঝট্ কায়
মাছ খেয়ে
কাটা ফেলে
স্বাদ নিস্ পটকায় ৷
মাছরাঙ্গা মাছরাঙ্গা
কচুরিপানার ফাঁকে ফাঁকে
কই শিঙ্গি মাগুর
লুকিয়ে থাকে
তুই কেমন করে
ধরে নিস্ ওদের ?
ব্যথা লাগে না তোর
ঠোঁট কান নাকে ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ, ভারত
৩রা জুন , ২০১৭