ছদ্মনামে ঃ কবি শতদল
ভালোবাসা
সে তো রূপকথার রাজকন্যা
সে তো শ্র্রেস্ঠা
সে অনন্যা
তাকে পেতে গেলে
অনেক সময়ই ভাসাতে হয়
চোখের জলের বন্যা ৷
কখনও তার রাগিনী রূপ
কখনও সে
মোহিনীরূপী ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ , ভারত
২৯শে সেপ্টেম্বর, ২০১৭